• ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৫ হিজরি

রোটারী সেন্ট্রালের বৃক্ষরোপন ও মাছের পোনা অবমুক্তকরণ

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৪, ২০১৬

মিশ্র ফলবাগান সৃজন ও মাছের পোনা অবমুক্তকরণ প্রোগ্রামের আওতায় রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে গোয়াইনঘাটের ডৌবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গাছের চারা রোপন ও পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
শুক্রবার গোয়াইনঘাটের মানিকগঞ্জ বাজার জামে মসজিদ ও রহা জামে মসজিদে এই সকল কর্মসূচির আয়োজন করা হয়। রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান ড. এম শহিদুল ইসলাম এডভোকেট এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৯নং ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল।
রোটারিয়ান এম.এ রহিমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  রোটারিয়ান পিপি মো. আবুল বসর পিএইচএফ, রোটারিয়ান মো. রুহুল আলম আরএফএসএম, রোটারিয়ান মোহাম্মদ শামশুদ্দিন পিএইচএফ, রোটারিয়ান মোহাম্মদ আলী হোসাইন, রোটারিয়ান আহমেদ রশিদ চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবীদ জাহাঙ্গীর ফারুক হেলাল, কৃষিবিদ আলাউর রহমান, মাওলানা ওয়ারিছ উদ্দিন, মো. শাহাদাৎ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি